গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু
মেহের মামুন, (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের কাশিয়ানীতে অগ্নিকান্ডের সময় মেইন সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সেলিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদ রানা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূ সেলিনা বেগম মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুরর মো: আবুল কালাম মোল্যার স্ত্রী।
চেয়ারম্যান মো: মাসুদ রানা জানিয়েছেন, সেলিনা বেগমের রান্না ঘরে আগুন লাগে। এ সময় তিনি দৌঁড়ে বসতঘরের বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করতে যান। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।