মাদকের প্রতিবাদ করায় বাড়ীতে হামলায় আহত-১
ফয়সাল আহমেদ, (গাজীপুর) :
গাজীপুরের শ্রীপুরে মুলাইদ গ্রামে মাদকের প্রতিবাদ করায় আলমগীর হোসেন নামের এক যুবককে মারধর করে আহত করেছে মাদকসেবীরা। পরে এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী শরিফ সরকারের বাড়ী ঘরেও হামলা চালায় অভিযুক্তরা। গত শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত আলমগীর হোসেন ও ব্যবসায়ী শরিফুল ইসলামের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে থানায় পৃথক দুটি অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন স্থানীয় মোফাজ্জলের ছেলে সানি, একই এলাকার শাকিব, মালেক ও মোশারফ হোসেন।
হামলায় আহত আলমগীর হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ছোট বড়াই গ্রামের আব্দুল হেকিমের ছেলে। সে মুলাইদ এলাকায় শরিফের বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করেন।
ভুক্তভোগীর ভাষ্য মতে, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকার মাদকসেবনও মাদক ব্যবসার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সাথে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের সড়কে আটক করে মুঠোফোন সহ টাকা পয়সা ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। শনিবার রাতে হঠাৎ বাড়ীর আশাপাশে তাদের দেখতে পেয়ে আলমগীর হোসেন তাদের এখানে আসার কারণ জানতে চান। এতেই তারা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করেন। তাদের মারধরে সে আহত হয়ে ঘটনা বাড়ীর মালিক শরিফকে জানান। পরে অভিযুক্তরা শরিফের বাড়ীঘরেও হামলা চালায়। হামলায় তার একটি কক্ষ ভেঙ্গে ফেলে অভিযুক্তরা।
ভুক্তভোগী শরিফুল ইসলাম বলেন সরকার বলেন, অভিযুক্তদের মাদকের পথ ছেড়ে আসতে তিনি বেশ কিছুদিন পূর্বেই তাদের সতর্ক করেছিলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেয়ার হুমকীও দিয়েছিল তখন। এ ঘটনায় অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, এ বিষয়ে দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।