আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীদের বরণ
এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
দীর্ঘদিন বন্ধ থাকার পর সারাদেশের মত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়ও উৎসবমুখর পরিবেশে খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে থেকে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সাদা, কালো, লাল, নীল, হলুদের ইউনিফর্ম পড়ে ঝাঁকে ঝাঁকে শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে দেখা যায়।
সরে জমিনে উপজেলার আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখা যায়, ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করছে শিক্ষকরা। এছাড়াও উপজেলার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের বরণ করার জন্য করা হয়েছে নানা আয়োজন।
আফরিন নামের আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, বহুদিন পর আবারও ক্লাস রুমে ফিরতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা চাই এইভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকুক।
সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা শিক্ষা অফিসার বেলাল হোসেন বলেন,স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বরণ করে ক্লাস রুমে নেওয়া হচ্ছে। প্রতি বেঞ্চে একজন করে বসানো হচ্ছে। আর যেসমস্ত স্কুলে শিক্ষার্থী বেশি সেখানে দুই শিপ্টের মাধ্যমে ক্লাস করা হচ্ছে এবং শিক্ষার্থীদের উপস্থিত হার ৯৫% বলেও তিনি জানান।