মাধবপুরে বিদ্যুৎপৃষ্টে ১ শিশুর মৃত্যু
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) :
হবিগঞ্জের মাধবপুরে বিদুৎপৃষ্ট হয়ে বিজয় (১৯) নামে এক ১ শিশুর মৃত্যু হয়েছে। লিটন পাঠানের ছেলে বিজয়। শনিবর ১১ সেপ্টেম্বর বিকেল ৪ টায় ৩০ মিনিটে মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু।
পরিবারের সুত্রে জানা যায়, শিশু বিজয় তার আত্মীয় বাড়িতে একটি রিকশা গ্যারেজে খেলা করার সময় গ্যারেজের ভিতরে একটি রিকশা চ্যার্জে লাগানো ছিল। সেই সময় চ্যার্জে লাগানো রিকশার সাথে শিশুটির বিদুৎপৃষ্ট হয়। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় চন্দ্র পাল শিশুটি মৃত্যু ঘোষণা করেন।