শিরোনাম

South east bank ad

বরগুনায় সাধারণ মানুষের অসচেতনতায় বাড়তে পারে করোনা ঝুঁকি

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বিশ্বজুড়ে জনমনে করোণা আতঙ্কে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে কড়া লকডাউন ঘোষণা করেছে স্ব স্ব দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। যা বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ধরনের পদক্ষেপ।

অর্থনৈতিক চালিকাশক্তি ফেরাতে দীর্ঘ লকডাউন শেষে ধীরে ধীরে খোলা হয়েছে দেশের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরসমূহ। কেবল খোলা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান। এবার আগামী ১২ সেপ্টেম্বর তাও খুলে দিচ্ছে।

করোণা লকডাউনে প্রশাসনের যেভাবে সরগরম দেখা গেছে, এতে করে স্বাস্থ্যসচেতনতায় পরিপুর্ণ ছিল প্রতিটি মানুষ। দীর্ঘ লকডাউন শেষে সবকিছু যখন আবার আগের মতো চলতে শুরু করেছে; ঠিক তখনই সচেতনতার ভালাইও যেন কমতে শুরু করেছে। ইচ্ছেমতো বাজারে প্রবেশ, সামাজিক দূরত্ব না মেনেই রাস্তায় চলাচল করছে সাধারণ মানুষ। মুখের মাস্ক ব্যবহার করছে দাড়ি কিংবা হাতে। কেউবা আবার পকেটে নিয়ে ঘুরছে। এতে করে পড়তে হতে পারে আবারো করোনার ঝুঁকিতে।

শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে আগামীকাল। অথচ শিক্ষার্থীদের কলেজে কিংবা এসাইনমেন্ট জমা দিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশে দেখা যায়নি কোনো ধরনের স্বাস্থ্যবিধি ছোঁয়া।

এ নিয়ে তেমন কোন গুরুত্ব দিচ্ছেন না শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বরগুনা সরকারি কলেজের অফিস কক্ষে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের দাড়ির নিচে মাস্ক রেখেই চালিয়ে যাচ্ছেন সকল ধরনের অফিশিয়াল কর্মকাণ্ড।

বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মতিউর রহমান বলেন- শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধান ফটকে রাখা হয়েছে ওয়াশব্লক, মাস্ক নিশ্চিত, ডিজিটাল থার্মোমিটার, মেয়েদের মাসিক কালীন ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজনীয় সকল ধরনের করোনা সচেতনতায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো জানান- শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ইতোমধ্যে আমরা শিক্ষকদের সাথে সভা করেছি। যাতে করে পাঠদান কার্যক্রমে কোন ধরনের বাধার সম্মুখীন না হতে হয়। শিক্ষার্থীদের পাঠদান শতভাগ নিশ্চিতে কাজ করবে বরগুনা সরকারি কলেজের শিক্ষক মন্ডলী।

হঠাৎ করে কোন শিক্ষার্থীর অসুস্থতা দেখা দিলে প্রাথমিক চিকিৎসার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র প্রস্তুত রাখা হবে। পাশাপাশি প্রস্তুত রাখা হবে রোভার স্কাউট ও বিএনসিসি গ্রুপকে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: