স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই বরগুনায় চলছে জেলা যুবলীগের বর্ধিত সভা
এম.এস রিয়াদ, (বরগুনা):
নানা আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ দিন পরে বরগুনা জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। বর্ধিত সভা উপলক্ষে বরগুনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ণাঢ্য ভাবে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
সকাল ৮ টা থেকে বরগুনা জেলার ৬ উপজেলা থেকে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। সকাল ১০ টার দিকে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্ধিত সভার প্রধান অতিথি সুভাষ চন্দ্র হাওলাদার সভামঞ্চে এসে পৌঁছান।
তার সাথে বিশেষ অতিথি হিসেবে এ বর্ধিত সভায় উপস্থিত হয়েছেন- যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য- কফিল উদ্দিন, মোঃ সাইফুর রহমান সুমন, আব্দুল্লাহ আল মামুন মিঠু, আমিনুল ইসলাম খান শিপন, বাবুল আহমেদ খান ইমন, আরিফুর রহমান লিমন ও মোঃ কামরুজ্জামান রোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বর্ধিত সভার সভাপতিত্ব করছেন জেলা যুবলীগের সভাপতি ও বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ।
তবে জেলা যুবলীগের বর্ধিত সভায় মানা হয়নি কোন ধরনের সামাজিক দূরত্ব কিংবা অন্য কোন স্বাস্থ্য বিধি। মুখে নেই মাস্ক, হাতে নেই হ্যান্ড স্যানিটাইজার। মাইকের মাধ্যমে নেতাকর্মীদের রাজনৈতিক কিংবা আসন গ্রহণ করত বিভিন্ন দিকনির্দেশনা দিলেও দেয়া হচ্ছেনা স্বাস্থ্যবিধি জনিত কোন নির্দেশনা।
উৎসুক নেতাকর্মীদের অবস্থান কিছুটা উল্টো দিকে ধাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে নেতাকর্মীদের মুখে অশ্লীল ভাষায় স্লোগান শোনা গেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সরগরম দেখা যায়নি।