সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা পৌঁছাল দেশে
মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে দেশের মানুষকে টিকা দিতে। আর এজন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে আসতে শুরু করেছে করোনার টিকা।
ক্রয় চুক্তির আওতায় চীন থেকে আরও ৫৪ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছেছে। চীন থেকে এক সঙ্গে এই প্রথম বাংলাদেশে এত টিকা আসলো।
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা চীন থেকে আসা টিকা গ্রহণ করেন।
এর আগে গতকাল শুক্রবার ১০ সেপ্টেম্বর রাতে এক ফেসবুক পোস্টে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি প্রধান এবং মন্ত্রী কাউন্সিলর হুয়ালং ইয়ান এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন সর্বদা বাংলাদেশি বন্ধুদের সবচেয়ে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে পাশে থাকবে। তাদের যখনই প্রয়োজন হবে তখনই আমরা পাশে থাকবো।