শিরোনাম

South east bank ad

ছাত্রলীগ নেতার মামলায় যুবলীগনেতা গ্রেপ্তার

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের কমলনগরে এমরান হোসেন মঞ্জু নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাটারিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে ওই এলাকার আব্দুল মতলবের ছেলে এবং পাটারিরহাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।পাটারিরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দীর্ঘদিন সে পলাতক ছিলেন। এছাড়াও সে গরু চুরি, মেঘনা নদীতে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২২আগস্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাটারিরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা কর্মীদের উপর যুবলীগের সাবেক সভাপতি এমরান হোসেন মঞ্জুর লোকজনের হামলার ঘটনা ঘঠে। এ ঘটনায় পরের দিন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাকিব হোসেন লোটাস বাদি হয়ে কমলনগর থানায় একটি মামলা করেন। ওই মামলায় সে দীর্ঘ দিন পলাতক ছিলেন।

পাটারিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন লোটাস জানান, যুবলীগ নেতা মঞ্জু নিজের আধিপত্য রক্ষায় জামাত-বিএনপিসহ বিভিন্ন দলের লোকজন নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিলো। তার সকল অপকর্ম ছাত্রলীগ প্রতিহত করার চেষ্টা করে। এতে সে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা কর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়। মঞ্জুসহ তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলাও রয়েছে। যুবলীগ নেতা হওয়ায় এ পর্যন্ত তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে মামলায় মঞ্জু দীর্ঘ দিন পলাতক ছিলেন। গোপন সংবাদে পাটারিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোন অভিযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: