শিরোনাম

South east bank ad

দক্ষ জনবল সংকটে টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো.আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :

টাঙ্গাইলে ১২ টি উপজেলায় ৪২ লক্ষ মানুষের প্রধান টিকিৎসা কেন্দ্র হচ্ছে টাঙ্গাইল ২৫০ শয্য জেনারেল হাসপাতাল । আর এই হাসপাতালে ১০ শয্যার আইসিইউ বেড চালু থাকলে ও দক্ষ জনবলের সংকট মনে করছেন সংশ্লষ্টিরা।

জানা যায ২ মে ১০ শয্যার আইসইিউ ইউনটি চালু করা হয় ।এরপর ১৫ জুলাই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থাপন করা দুবল প্লাগে মাধ্যমে অগ্নিকান্ডে ঘটনা ঘটে বন্ধ হয়ে যায় ।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্টে সোহানা নাসরিনকে প্রধান করে তদন্ত কমিটি করে দেওয়া হয় । তদন্ত কমিটির রিপোটে বলা হয় হাইফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিনের মাত্রাতিরিক্ত ব্যাবহার এবং নির্দেশনা অনুযায়ী মেশিন ব্যবহার না করার কারনে অগ্নিকান্ডের সুত্রপাত ।অগ্নিকান্ডের ১৪ দিন পর ২৯ জুলাই পুনরায় চালু করেন ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম (সজীব) জানান যথাসময়ে আইসিইউ চালু হয়েছে । আমাদের আইসিইউ ইউনিটে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে । তিনিআর ও বলেন কর্মরত চিৎকস এবং নার্সদের প্রশিক্ষন ও দক্ষ জনবলের দাবী জানান সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।
টাঙ্গাইল সিভিল সার্জন ডা.আবুল ফজল মো.শাহাবুদ্দিন খান জানান আমাদের সবকটি আইসিইউ বেড চালু । কিছুদিন আগে বৈদুতিক কারনে আইসিইউ ইউনিটে আগুন লাগে । সেটি পুর্নরায় চালু করা হয়েছে ।আইসিইউ ইউনিটে রোগীরা সেবা পাচ্ছে ।

এ বিষয় টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো.আতাউল গনি বলেন দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। স্থানীয় ভাবে প্রশিক্ষন দিয়ে আইসিইউ চালানো হচ্ছে । তিনি আর ও বলেন এবিষয় স্বাস্থ্য অধিদপ্তরে লিখিতভাবে দক্ষ জনবলের চাহিদা পাঠিয়েছি ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: