শিরোনাম

South east bank ad

বগুড়ায় প্রসাধনী পণ্যের উৎপাদন তারিখ ২০২২

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ায় সদর উপজেলায় কলিন্স কসমেটিক্স নামে একটি প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালিয়ে নকল ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী জব্দ করা হয়েছে। এ সময় এই কারখানা থেকে অনেক প্রসাধনী পাওয়া পাওয়া গেছে, যেগুলোতে উৎপাদনের তারিখ লেখা রয়েছে ২০২২ সাল।

বৃহস্পতিবার দুপুরে সদরের নারুলী এলাকায় বগুড়া র‌্যাব ক্যাম্পের সদস্যরা সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাসকে সঙ্গে নিয়ে এ অভিযান চালায়। অভিযানে কলিন্স কমমেটিক্স প্রতিষ্ঠানের মালিক আব্দুল মমিনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যর মধ্যে ফেয়ার এন্ড লেডি বডি লোশনের মোড়কে উৎপাদন তারিখ উল্লেখ করা হয়েছে ২০২২ সালের ২ জানুয়ারি। মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা রয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি। ফেয়ার এন্ড লেডি মাল্টিভিটামিন বডি মিল্ক পণ্যর মোড়কে উৎপাদন তারিখ লেখা রয়েছে ২০২২ সালের ২ জানুয়ারি। মেয়াদ উত্তীর্ণের তারিখ দেয়া আছে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি। ফেয়ার এন্ড লেডি ঘামাচি পাউডার পণ্যর মোড়কে উৎপাদনের তারিখ দেয়া হয়েছে ২০২২ সালের ২ মার্চ। এই পণ্যর মেয়াদ উত্তীর্ণের তারিখ দেয়া হয়েছে ২০২৪ সালের ২ মার্চ। এছাড়াও আরো অনেক পণ্য রয়েছে, যেগুলোর মোড়কে উৎপাদন সাল হিসেবে ২০২২ সাল ব্যবহার করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, কলিন্স কসমেটিক্স কারখানা থেকে নকল পণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য নতুন মোড়কে বাজারে সরবরাহ করা হয়। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেছে। এছাড়াও এখানে অনেক পণ্যর মোড়কে উৎপাদন তারিখ ২০২২ সাল লেখা রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: