শরীয়তপুরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রস্তুতিমূলক সভা
মোঃ রোমান আকন্দ, (শরীয়তপুর) :
শরীয়তপুরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন সম্পর্কিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবেদা আফসারী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. এমারত হোসেন মিয়াসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, আজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন সম্পর্কিত প্রস্তুতিমূলক সভা করেছি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোভিডকালীন স্বাস্থ্যবিধি মানতে হবে। আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে সকলকে দিকনির্দেশনা দেন তিনি।