শিরোনাম

South east bank ad

হাসপাতাল চত্বরে গাছ নিধন করে পাখি হত্যার প্রতিবাদে মানববন্ধন

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চত্বরের বৃক্ষ নিধন ও পাখি হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টম্বর) বেলা ১১ টায় প্রগতিশীল ছাত্র শিক্ষক ও শিল্পী সাহিত্যিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

'কন্ঠস্বর'র সভাপতি নাদিম সিনার সঞ্চালনায় সভাপতিত্ব করেন- ছড়াকার বীর মুক্তিযোদ্ধা আলী আসলান অপু।

এসময় বক্তারা বলেন, পরিবেশের ক্ষতি করে এই ক্রংক্রিটের উন্নয়ন চাই না। একদিকে বিরল প্রজাতির গাছ কাটা হয়েছে। অন্যদিকে সেই গাছে অতিথি পাখি ছিল। সেই পাখিগুলোকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বাসদ রাজশাহী জেলা সমন্বয়ক আলফাজ হোসেন যুবরাজ, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস রাজশাহী জেলার সমন্নয়ক আব্দুর রহিম। সাংস্কৃতিক কর্মী আবু তালেব মোল্লা, নূরই হাফিজা খানম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: