বগুড়া জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
বুধবার (৮ সেপ্টেম্বর, ২০২১) বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আগস্ট মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম- সেবা ।
উক্ত সভায় সকল পর্যায়ের পুলিশ সদস্যদের নানাবিধ সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয় এবং সমস্যা সমাধানের ব্যবস্থা করেন।
পুলিশ সদস্যদের বেতন ভাতা সহ অন্যান্য ভাতাদি এবং সুযোগ-সুবিধার কথা উল্লেখ করেন পুলিশ সুপার । বর্তমান পুলিশ জনবান্ধব পুলিশ, আইজিপি এর পাঁচটি লক্ষ্যকে যথা দূর্নীতিমুক্ত পুলিশ, মাদকমুক্ত পুলিশ, হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতকরণ,পুলিশের কল্যাণ নিশ্চিত করা ও বিট পুলিশিং এই লক্ষ্যসমূহকে সামনে রেখে সততা,নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, সকল অফিসার ইনচার্জগণ, ফাঁড়ি ইনচার্জগণ,ট্রাফিক ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
চৌকস কার্য সম্পাদনের জন্য সকল পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ।