শিরোনাম

South east bank ad

সাটুরিয়ায় পাট চাষে সফল সরশ্বতী-সুকুমার বিশ্বাস দম্পতি

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ) :

এক সময়ে দেশের শীর্ষ রফতানি পণ্য সোনালিআঁশ খ্যাত "পাট" চাষে দারুণ সফল হয়েছে এক দম্পতি, অপেক্ষাকৃত কম শ্রমিক ব্যবহার করে নিজেরা স্বামী-স্ত্রী গায়ে-গতরে খেটে ৪ একর জমিতে পাট চাষে তুলনামূলক ভালো করে এলাকায় ব্যপক সারা ফেলেছে। স্বামী সুকুমার বিশ্বাস (৫৫) ও স্ত্রী সরশ্বতী বিশ্বাস (৪০) বসবাস করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দিঘুলিয়া ইউনিয়নের নাশুরপুর গ্রামে। নিজের আবাদি জমি বেশি না থাকলেও বার্ষিক একশত টাকা শতাংশ রেটে ভাড়া নিয়ে সফল পাট চাষী হয়ে ব্যাপক সারা ফেলেছে তারা।

সম্প্রতি ধলেশ্বরী নদীর চরাঞ্চল শালুয়াকান্দি- কৌড়ি এলাকায় গিয়ে দেখা যায় সুকুমারের পাট ও খড়ির মওজুদ। সুকুমার বিশ্বাস জানায়, আমাদের কৃষি জমি কম, তবে অন্যের জমি ভাড়া নিয়ে বরাবরই পাট চাষ করে থাকি, গত বছর থেকে ব্যাপকভাবে করছি। এবার প্রায় চার একর জমিতে পাট বুনেছি, যার মধ্যে আড়াইএকর জমিতে দেশীয় বীজ ও দেরএকর জমিতে তোষা জাতের বিজ বপন করেছি। জমিতে আমরা স্বামী-স্ত্রী ও সন্তানদের নিয়ে আগাছা পরিষ্কার করে হাল দিয়েছি, নিজের কলের লাঙ্গল নাই তাই ভাড়া করা লাঙ্গল দিয়ে হাল দিতে খরচ হয়েছে দশ হাজার টাকা, সার খরচ ছয় হাজার টাকা, ইতিমধ্যে তোষা পাটগুলো কাটা, পরিবহন, জাগদেয়া, খড়ি ও পাট আলাদা করা বাবদ শ্রমিক খরচ চৌদ্দ হাজার টাকা, দেশিয় পাটগুলোর বীজ পরিপক্ব করা হবে তখনো নিজেরা যতই কাজ করি প্রায় পনের/ষোল হাজার টাকার শ্রমিক লাগবে। সব মিলে খরচ ৮০/৮৫ হাজার টাকা।

ইতিমধ্যে পাট পেয়েছি প্রায় ৪৫ মন, সামনে আরও আসছে প্রায় ৩৫/৪০ মন, মোট ৮০/৮৫ মন, বাজার দর অনুযায়ী মূল্য হবে আড়াইলাখ টাকা, বীজ হতে পারে ১৫ মন যা বাজার দরে একলাখ বিশ হাজার টাকা, পাটের খড়ি বাজার দরে ৩০ হাজার টাকা, ফলে মোট আয় হবে চার লাখ টাকা, তাহলে মোট লাভ হবে তিন লাখ টাকা।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান নোমান বলেন, সোনালী আঁশ পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার বিভিন্ন সময় চাষিদের বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে, বিনামূল্যে সার বীজ দিয়ে থাকে, এ বছর মানিকগঞ্জ জেলার পাট উৎপাদন লক্ষমাত্রা ১ লাখ ৪৭ হাজার ৯শত ৩২ মন। সুকুমার বিশ্বাসের সফলতার বিষয়টি খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: