শিরোনাম

South east bank ad

পদ্মায় নৌকা ডুবিতে অল্পের জন্য চার প্রাণ রক্ষা

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

হঠাৎ করে ঝড়োহাওয়ার কারণে প্রবল ¯্রােতে রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এসময় নৌকায় থাকা চার পাট ব্যবসায়ী সাঁতার জানার কারণে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমাদিয়া পদ্মার নদীর মাঝে এই ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাঘা এলাকার পাট ব্যাসায়ী শিপন আহম্মেদ, দুলাল হোসেন, ্আকাশ হোসেন নৌকা নিয়ে চৌমাদিয়া চরে পাঠ কিনতে যাচ্ছিলেন। এ সময় তারা পদ্মা নদীর মাঝামাঝি স্থানে পৌঁছলে প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। পরে নদীতে থাকা অন্য মাঝিরা তাদের উদ্ধার করে।

এ বিষয়ে নৌকার মাঝি আশাস হোসেন জানান, নৌকা নিয়ে চৌমাদিয়া চরে তিনজন যাত্রীকে নিয়ে যাচ্ছিলাম। এ সময় হটাৎ প্রবল স্রোত আর ঢেউ শুরু হয়। এতে নৌকা নিয়ন্ত্রণ করতে না পেরে ডুবে যায়। তবে নৌকাতে থাকা সবাই আমরা সাতার জানার কারনে প্রাণে বেচে গেছি। তবে কিছুক্ষনের মধ্যে পাশে থাকা অন্য মাঝিরা আমাদের উদ্ধার করে কিনারে নিয়ে যায়।

উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম বলেন, ‘বিষয়টি শোনার পর পরই তাদের খোঁজ-খবর নিই। পরে জানতে পারলাম অন্য মাঝিরা তাদের তীরে নিয়ে এসেছে। এটিতে নারী-কিংবা শিশু থাকলে বড় ধরনের অঘটন ঘটতে পারতো। বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে তারা রক্ষা পেয়েছে।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: