হাইলধরে সেই ৬শ জনের দেহে গেলো গণটিকার ২য় ডোজ
এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
সারা দেশের ন্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়ও চলছে গণটিকা দান কার্যক্রম। এরই ধারাবাহিকতায় উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়নেও দিন ব্যাপী চলছে এই টিকা দান কর্মসূচী।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়নের গুজরা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়ে ইউনিয়নের ১নং খাসখামা, ,২নং গুজরা এবং ৩নং কুনিরবিল ওয়ার্ডের ১ম ডোজ নেওয়া সেই ৬শ জনকে ২য় ডোজ দেওয়া হয়।
এসময় ১০নং হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন,মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দিক নির্দেশনা বাস্তবায়নে করোনা মহামারীর শুরু থেকে হাইলধর ইউনিয়ন বাসীর পাশে আছি। এবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এই গণ টিকা দান কর্মসূচী যেন যথাযথ ভাবে পালন হয় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এরই পাশাপাশি টিকা দেওয়ার ক্ষেত্রে যেন বয়স্ক ও অসুস্থদের প্রাধান্য দেওয়া হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।