শেরপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলাম নজু (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের সদস্যরা। ৬ সেপ্টেম্বর সোমবার রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নজরুল স্থানীয় মো. মুক্তার আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে মাদক আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত রাত ৯টার দিকে দিকে সদর উপজেলার চৈতনখিলা বটতলা এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় প্রায় পৌণে দুই কেজি গাঁজাসহ নজরুল ইসলামকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক সাড়ে ৫২ হাজার টাকা হবে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশিক উজ্জামান জানান, নজরুলের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।