শিরোনাম

South east bank ad

লক্ষ্মীপুরে ভূমি দস্যুর দখলে ২০০ একর জমি, ভূক্তভোগীদের মানববন্ধন

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরে জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে ভূয়া দলিল দেখিয়ে অসহায় ও নিরীহ মানুষের অন্তত ২০০ একর সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে জিল্লুর রহিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ।

এ ঘটনায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে হারানো সম্পত্তি উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

'ভুক্তভোগী পরিবারবৃন্দ' ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করেন সদর উপজেলার কুশাখালী ও তেওয়ারীগ ইউনিয়নের ৪ গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা। এসময় প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তারা।

এতে বক্তব্য রাখেন, কুশাখালী ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী মো. ফারুক হোসেন, আবুল বাসার, জাবেদ হোসেন, আয়েশা খাতুনসহ অনেকে।
মানববন্ধনে ভূক্তভোগীরা জানান, জিল্লুর রহিম মুলত একজন জমির দালাল। প্রথমে এক ব্যক্তির জমি অন্য ব্যক্তির নিকট বিক্রি করতে মধ্যস্ততা করে। পরে নিজেই ওই জমির ভূয়া দলিল তৈরি করে জালিয়াতির মাধ্যমে জমি রেকর্ড করাই তার মুল কাজ। তারা আরো জানায়, জিল্লুর রহিমের প্রতারনার হাত থেকে রক্ষা পায়নি প্রতিবন্ধী রফিক উল্যা। জালিয়াতির মাধ্যমে তাঁর পৈত্রিক ৫২ শতাংশ জমি দখলে নেয় অভিযুক্ত জিল্লুর রহিম।

এছাড়াও মার্জাহান বেগমের ৩৬ শতাংশ, মর্জিনা বেগমের ৩৬ শতাংশ, আয়েশা খতুনের ৬০ শতাংশ, দুদু মিয়ার ৬৮ শতাংশ, আবুল বাসারের ৬৬ শতাংশ, জাবেদ হোসেনের ৩৫ ও তাহেরা খাতুনের ৪০ শতাংশসহ কুশাখালী ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের প্রায় দুই শত পরিবারেরর অন্তত ২০০ একর জমি জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেয় ভূমিদস্যু জিল্লুর রহিম। এ ঘটনার বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়েও বিচার পাছেন না তারা। তাই দস্যু জিল্লুলের কবল থেকে হারানো জমি ফেরত পেতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী অসহায় পরিবারগুলো।

অভিযুক্ত জিল্লুর রহিম সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের মৃত আবদুল গণি মিয়ার ছেলে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: