শিরোনাম

South east bank ad

টঙ্গীবাড়ি বন্যায় পানি বন্দি দুই শতাধিক পরিবার

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কায়সার সামির, (মুন্সীগঞ্জ) :

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দিন দিন বন্যার পরিস্থিতির অবনতি হচ্ছে। উপজেলার ৪ ইউনিয়নের দুই শত পরিবারের পাঁচ হাজার লোক পানিতে এখনো বন্দি রয়েছে। বিশুদ্ধ পানি, খাবার ও গোখাদ্যের সংকটে মানবেতর দিন কাটছে এ সকল মানুষের। ইতিমধ্যে পদ্মার পানির হাসাইল-বানারী, কামারখাড়া, দিঘিরপাড়, পাঁচগাও ইউনিয়নের কয়েক শত পরিবারের বসত ঘর, মসজিদ, সড়কসহ বিভিন্ন প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুকিতে রয়েছে আরও মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

উপজেলার চরঞ্চলের কয়েটি গ্রামে গিয়ে দেখা যায়, বন্যায় পানি বন্দি হয়ে রয়েছে দুইশত পরিবার। বিশুদ্ধ পানি, খাদ্য ও গোখাদ্য সংকটে রয়েছে। নদীর পানি ঢুকে যাওয়ায় চরঞ্চলের সড়কগুলো সহ বিভিন্ন বাড়িঘর তলিয়ে গেছে। এতে দুভোর্গে পড়েছে সাধারণ মানুষ। অসহায় এ সকল সাধারণ মানুষ না খেয়ে দিন কাটাছে। অনেক পরিবার নদী গর্ভে বিলীন হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। উপজেলা প্রশাসন থেকে কিছু সংখ্যক পরিবারকে খাদ্য সহযোগিতা ও বিশুদ্ধ পানি করণের ট্যাবলেট দেয়া হয়েছে।

হাসাইল-বানারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আকবর ঢালী জানান, এখনো সরকার থেকে কোন ত্রাণ সামগ্রী পাই নাই। উপজেলা প্রসাশন থেকে নামের তালিকা চেয়েছে। কিছু নামের তালিকা দিয়েছি। আরও ২ শত নামের তালিকা দিবো। পানি বন্দি মানুষগুলো অসহায় দিন যাপন করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন জানান, নদী গর্ভে বিলীন হওয়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাউল ও বিশুদ্ধ পানি করার জন্য ট্যাবলেট দেয়া হয়েছে। যারা পায় নাই তাদের তালিকা ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছ থেকে নেয়া হচ্ছে। তালিকা পেলে দ্রæত সময়ের মধ্যে তাদের মাঝে ত্রাণ সামগ্রী ও বিশুদ্ধ পানি করণের ট্যাবলেট বিতরণ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: