বগুড়ায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় লিটন মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সাজা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় বগুড়ার জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এই রায় দেন।
সাজাপ্রাপ্ত লিটন মন্ডল বগুড়ার ধুনট উপজেলার ভালুকাতলা গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ ডিসেম্বর বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ জামতলা করতোয়া ক্লিনিকের সামনে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে পুলিশ। এরপর শাজাহানপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) ফজলুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন।