শিবগঞ্জে দুই কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জে দুই কেজি গাঁজাসহ শ্যামলী বেগম (২৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
শ্যামলী বেগম শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গাছুপাড়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সৈয়দ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ওই পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন থেকে সে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।