তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনায় ভোলা প্রেসক্লাবের দোয়া মাহফিল
ইকরামুল আলম, (ভোলা) :
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা -১ আসনের সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি জুন্নু রায়হান, অর্থ সম্পাদক ও যুগান্তরের স্টাফ রিপোর্টার এম হেলাল উদ্দিন, জনকণ্ঠ ও মাছরাঙ্গা টিভির প্রতিনিধি হাসিব রহমান, দপ্তর সম্পাদক মো. ছিদ্দিকুল্লাহ, নির্বাহী সদস্য ও সময় টিভির প্রতিনিধি নাসির লিটন প্রমূখ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি তামিম ইসলাম।
প্রসঙ্গতঃ- শুক্রবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়েছে। এদিন বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি দিল্লির উদ্দেশে ছেড়ে যায়। তোফায়েল আহমেদের পারিবারিক একটি সূত্র জানায়, এর আগে তোফায়েল আহমেদের হার্টে রিং বসানো হয়েছিল। সেটির চেকআপের জন্য তাকে দিল্লিতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার থেকে তিনি কিছুটা অসুস্থ বোধ করেন।
৭৭ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ভোলা-১ আসন থেকে নির্বাচন করা ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র এই নেতা।