পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় দুই সন্তানের জননী তাজরিন খাতুন (২৮)কে হত্যার দায়ে স্বামী আলমগীর হোসেন(৪০)কে মৃত্যুদন্ড এবং ১ লাখ টাকা জরিমানার রায় দিয়েছে আদালত। হত্যাকান্ডের ৫ বছর পর রবিবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এই রায় দেন। মৃত্যুদন্ড আলমগীর হোসেন সাঁথিয়া উপজেলার বাউসগাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর যৌতুকের দাবীকৃত টাকা না পাওয়ায় রাতে আলমগীর তার স্ত্রী তাজরিনকে শ^াসরোধ করে হত্যার পর কেরোসিন ঢেলে আগুন দিয়ে তার চেহারা বিকৃতি করে দেয়। পরে খবর পেয়ে তাজরিনের ভাই সবুজ হোসেন সাঁথিয়া থানায় খবর দেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেন। পরের দিন ১৮ সেপ্টেম্বর নিহতের ভাই সবুজ হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামী আলমগীরকে হত্যার সাথে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে রবিবার দুপুরে স্বামী আলমগীরকে মৃত্যুদন্ড এবং আরো ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা নিহতের নাবালিকা দুই মেয়েকে দেওয়ারও নির্দেশ দেন বিচারক। এসময় অন্য আসামীদের বেকুসুর খালাস প্রদান করেন।
রায়ের সময় সরকার পক্ষের আইনজীবি শিশু ও নারী নির্যাতন ট্রাইব্যুনালে পিপি এডভোকেট আব্দুর রকিব এবং আসামী পক্ষের আইনজীবি এডভোকেট আবুল কালাম আজাদ বাচ্চু উপস্থিত ছিলেন।