শিরোনাম

South east bank ad

বান্দরবানে রাস্তা বিহীন ব্রীজ নির্মাণ!

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সোহেল কান্তি নাথ, বান্দরবান:

বান্দরবানে ৪ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয়ে পাহাড়ের পাদদেশে রাস্তা বিহীন ব্রীজ নির্মাণের ঘটনা পরিদর্শনে ৩ সদস্যের তদন্ত টিম। রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে রুমা উপজেলার দূর্গম পলিকা পাড়ায় ব্রীজটি সরেজমিনে পরিদর্শনে যান তদন্ত কমিটির সদস্যরা।

জানা গেছে, বান্দরবানের রুমা উপজেলার দূর্গম পলিকা পাড়ায় পাহাড়ের পাদদেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৪ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা বিহীন ব্রীজ নির্মাণের খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা কর্তৃপক্ষের নজরে আসে। পরে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গত ২৪ আগস্ট চট্টগ্রাম বিভাগের পরিচালক মো: মিজানুর রহমানকে আহ্বায়ক, রাঙ্গামাটি অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুন্নবী ও স্থানীয় সরকার বান্দরবান জেলার উপপরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমানকে সদস্য করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিকে ব্রীজটি সরেজমিনে তদন্ত পূর্বক আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। তারই প্রেক্ষিতে রবিবার সকালে তদন্ত কমিটির সদস্যরা রুমা উপজেলার পলিকা পাড়ায় নির্মিত ব্রীজটি পরিদর্শনে যায় এবং স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে। এসময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তিন পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী, রুমা উপজেলার চেয়ারম্যান, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বান্দরবান জেলার রুমা উপজেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দুরে দূর্গম পলিকা পাড়ায় গালেঙ্গ্যা ইউনিয়নে যাওয়ার জন্য পাহাড়ের পাদদেশে ঝিড়ির উপর ৬৮ মিটার দীর্ঘ একটি গার্ডার ব্রীজ নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। এই ব্রীজটি শেষ প্রান্তে রয়েছে একটি বিশাল পাহাড়। রাস্তা ছাড়া পাহাড়ের পাদদেশে নির্মিত এই ব্রীজটি স্থানীয়দের কোন কাজে আসছে না। রাস্তা ছাড়া পাহাড়ের পাদদেশে এত টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণকে সরকারী অর্থের অপচয় বলে দাবী স্থানীয়দের।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: