ফেনীতে জেলা পুলিশ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আজ রোববার (৫ সেপ্টেম্বর, ২০২১) ফেনী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।
আগস্ট/২০২১ মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন সহকারী পুলিশ সুপার সোনাগাজী সার্কেল মাশকুর রহমান।
আগস্ট/২১ মাসে র্সাবকি পারফরমন্সেরে মূল্যায়নে সোহলে পারভজে
সহকারী পুলিশ সুপার, ছাগলনাইয়া সার্কেল, ফেনী।
আগস্ট/২১ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন পরশুরাম মডেল থানা অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন।
আগস্ট/২১ মাসে অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলায় র্সবোচ্চ নম্বর অর্জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সোনাগাজী মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম।
মে/২১ মাসে অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলায় র্সবোচ্চ নম্বর অর্জন দাগনভূঁইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ।
আগস্ট/২১ মাসে সার্বিক পারফরমেন্সের মূল্যায়নে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সোনাগাজী মডেল থানা আব্দুর রহিম সরকার।
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক আগস্ট/২১ (নিরস্ত্র) ছাগলনাইয়া থানা কাজী মোঃ রফিক আহমদে।
শ্রেষ্ঠ এসআই আগস্ট/২১ এসআই (নিরস্ত্র) সোনাগাজী মডেল থানা নিয়াজ মোহাম্মদ খাঁন।
শ্রেষ্ঠ এএসআই আগস্ট/২১ এএসআই (নিরস্ত্র) সোনাগাজী মডেল থানা জাফর ইকবাল।
ক্লুলেস চুরি মামলার আসামী সনাক্ত র্পূবক গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার এবং আসামীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহন। এসআই(নিরস্ত্র) সোনাগাজী মডেল থানা মোঃ আনোয়ার হোসেন।
ক্লুলেস ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার মামলায় ০৫জন আসামীর ডিএনএ সংগ্রহ করে ভিকটিমের ডিএনএ এর সাথে মিলিয়ে ০১জন আসামী সনাক্ত এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহন। এসআই(নিরস্ত্র) সোনাগাজী মডেল থানা মোঃ জাহাঙ্গীর আলম।
আগস্ট/২১ মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারের জন্য ০৪ কেজি গাঁজা উদ্ধার করেন এসআই(নিরস্ত্র) পরশুরাম মডেল থানা মোঃ মোস্তাক চৌধুরী।
আগস্ট/২১ মাসে ০২টি সাজা পরোয়ানাসহ মোট ১৯টি পরোয়ানা তামিলের জন্য এএসআই(নিরস্ত্র) দাগনভূঁইয়া থানা মোঃ সিরাজুল ইসলাম’দেরকে শুভেচ্ছা স্মারক এবং সনদ প্রদান করেন ফেনী জেলার পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, বিপিএম, পিপিএম।
এসময় জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।