ভালুকায় বিদ্যুৎপৃষ্টে নিহত ১,আহত ৪
ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় টং দোকান স্থানান্তর করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে একজন নিহতও ৪জন আহত হয়েছেন। এলাকা ও থানা সূত্রে জানা যায়, শনিবার (৪সেপ্টেম্বর)সকাল সাড়ে দশটায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের ইমপ্রেসিভ মোড় এলাকার মোহাম্মদ আলীর বাড়ির ভিতরে একটি টং দোকান সরিয়ে রাস্তার সামনের দিকে আনতে চাইলে কয়েকজন মিলে টং দোকানটি ধরাধরি করে আনার সময় ঝুলে থাকা বিদ্যুৎ এর তার ছিড়ে গিয়ে টিনের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে যায়, এতে ঘটনাস্থলে ৫জন আহত হয়।এদের মধ্যে আজিজুল হক(৩৫)হাসপাতালে মৃত্যুরবণ করেন।অন্য ৪জন চিকিৎসাধীন আছেন। নিহত আজিজুল হক জামিরদিয়া গ্রামের ইমপ্রেসিভ মোড় এলাকার মোহাম্মদ আলীর ছেলের।আহতরা হলেন,জামিরদিয়া (ছামাদের বাড়ির ভাড়াটিয়া) পাগলা থানার ছোট বারইহাটি গ্রামের আব্দুর রহিমের ছেলে লিটন(২০),,জামিরদিয়া (জামালের বাড়ির ভাড়াটিয়া) ময়মনসিংহের গৌরীপুর মনাটিয়া গ্রামের কসিমুদ্দিনের ছেলে হাসেম মিয়া(৪৫),হাসেম মিয়ার ছেলে রুবেল মিয়া(২০),বাদশা মিয়ার ছেলে শাহিন (১৮)।আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদুল ইসলাম জানায়,অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।