শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে সাবেক কাউন্সিলর’র ঘরে অগ্নিসংযোগ

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:

নেত্রকোনা দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামলীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. মতিউর রহমানের বাসায় দুর্বৃত্তদের অগ্নি সংযোগকরার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে তিনটার দিকে পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ঐদিন রাত সাড়ে তিনটার দিকে বাসার বাউন্ডারী দেয়াল টপকিয়ে বারান্দায় থাকা দুটি মোটরসাইকেল ও কাপড় গুলোতে আগুন দেয়। এতে প্লাস্টিক পোড়ার গন্ধ পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন মতিউর রহমান। এরপর ঘরের দরজা খুলে বারান্দায় গিয়ে দেখতে পান দুটি মটরসাইকেল ও বারান্দায় রাখা কাপড়গুলো আগুনে পুড়ছে। কাউন্সিলরের ডাক চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে একটি মোটরসাইকেল পুরোপুরি পুড়েযায় অন্যটি অর্ধেক পোড়া অবস্থায় নিভিয়ে ফেলেন।

এ নিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ নুর এ-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: