জামালপুরে বন্যায় ৭০ হাজার মানুষ পানি বন্দি
শামীম আলম, (জামালপুর) :
যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি। ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৬৩ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘন্টায় জামালপুর জেলার বাহাদুরাবাদ পয়েন্টে বন্যার পানি ৪ সেঃমিঃ বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলার ৬টি উপজেলার ৩০ টি ইউনির ৯০ টি গ্রামের প্রায় ৭০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পরেছেন।
বন্যা কবলিত উপজেলাগুলো হচ্ছে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ। বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার ৭ হাজার ৪ শত ১০ হেক্টর জমির ফসল। মানুষজন আশ্রয় নিয়েছেন উচু জায়গায়।বর্ণাত্যদের মাঝে জেলা প্রশাসন থেকে ৮২ মেট্রিকটন চাল, ৬১ লাখ টাকা ও ১ হাজার প্যাকেট শুকনো খাবার দেয়া হয়েছে।