শিরোনাম

South east bank ad

মেলান্দহে দেশীয় মাছ অবমুক্ত

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুরের মেলান্দহে দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ শীর্ষক মত বিনিময় সভা গতকাল টুপকারচর পাইলিং ঘাটে অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে। দৈনিক ইত্তেফাক/নিউ নেশনের সংবাদদাতা ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মৎস্য বিভাগের সহকারি অধ্যাপক, লেখক-গবেষক ও মাৎস্য বিজ্ঞানী ড. মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মেলান্দহ পৌর আ’লীগের সভাপতি প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, শহীদ সমর থিয়েটারের সভাপতি ও ভোরের কাগজের প্রবীন সাংবাদিক রেজাউল করিম লেবু মাস্টার, টুপকারচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম লিচু, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ফজলুল করিম (দৈনিক খবরপত্র), ইউনিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদ (বাংলাদেশ প্রতিদিন), বশেফমুবিপ্রবি মৎস্য বিভাগের শিক্ষার্থী ও দৈনিক অধিকারের বিশ^বিদ্যালয় প্রতিনিধি এস.এম আল ফাহাদ এবং ফকির আহসানুল ইরফান প্রমুখ। সভায় টুপকারচর এলাকায় ব্রহ্মপুত্র নদীতে দেশীয় মাছের অভয়শ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মাৎস্য বিভাগের শিক্ষার্থী এবং রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে পুরাতন ব্রহ্মপুত্র নদের টুপকারচর পাইলিং এলাকায় দুই হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: