শিরোনাম

South east bank ad

জনগণের দোরগোড়ায় মসিক লাইসেন্স টীমে খুশি ব্যবসায়ীরা

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. নজরুল ইসলাম, (ময়মনসিংহ) :

ব্যবসায়ী নাগরিকদের অর্থ-সময় অপচয় রোধকল্পে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র নির্দেশে নাগরিক সেবা নিয়ে জনগণের দোরগোড়ায় উপস্থিত হয়েছেন মসিক লাইসেন্স টীম। নতুন অন্তর্ভুক্তওয়াার্ডসমূহে ট্রেড লাইসেন্স নতুন করে গ্রহণ ও নবায়নে জনগণকে আগ্রহী করতেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে এই ক্যাম্পিং কার্যক্রম।

প্রথম ধাপে শম্ভুগঞ্জ বাজারে গত ৩১ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রম ০২ সেপ্টেম্বর বুধবার শেষ হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে নাগরিকবৃন্দ সিটি কর্পোরেশনে না এসেই সহজে সেবাসমূহ গ্রহণ করছেন। গত দুদিনে ৬০টি নতুন লাইসেন্স প্রদান এবং ১০০ টি লাইসেন্স নবায়ন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড় এবং আকুয়া বাইপাস মোড়ে ক্যাম্পিং শুরু হবে।

এ প্রসঙ্গে প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর জানান, নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহের সাথে সিটি কর্পোরেশন ভবনের দুরত্ব বেশি হওয়ায় নাগরিকবৃন্দের অনেকেই আগ্রহ থাকা সত্তে¡ও নতুন লাইসেন্স গ্রহণ ও নবায়ন করতে পারছিলেন না। এছাড়া নতুন লাইসেন্স গ্রহণেও জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হচ্ছে। জনগণের এ ক্যাম্পিংয়ে আমরা জনগণের মধ্যে প্রচুর আগ্রহ দেথখা গেছে। মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। নাগিরকসেবা সহজিকরণে আমরা এ ধরণের ক্যাম্পিং আরো পরিচালনা করা হবে।

গতকাল শম্ভুগঞ্জের ব্যবসায়ী আব্দুল আলীম জানান, আমরা সিটি কর্পোরেশনের নতুন সংযুক্ত হয়েছি। ট্রেড লাইসেন্স করতে গিয়ে আমাদের সময় ও অর্থ খরচ করে কয়েকদিন সিটি কর্পোরেশন অফিসে দৌড়া-দৌড়ি করতে হতো। আমাদরে অসুবিধার কথা চিন্তা করে ব্যবসায়ী নেতা ও জনবান্ধব মেয়র মোঃ ইকরামুল হক টিটু আমাদের সুবিধার্থে ক্যাম্পিং করে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করার সুবিধা করে দিয়েছেন। এতে ব্যবসায়ী সমাজ দারুন খুশি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: