নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোরের সিংড়ায় গাছের গুঁড়ির সাথে ধাক্কায় বায়েজিদ হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌরসভার উত্তর দমদমা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ হোসেন ওই উপজেলার জয়নগর গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বায়েজিদ হোসেন মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করে। বৃহস্পতিবার দুপুরে সিংড়া থেকে একজন যাত্রী নিয়ে তাজপুরের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর দেড়টার দিকে উত্তর দমদমা পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের গুঁড়ির উপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা যাত্রী অক্ষত রয়েছে।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।