শিরোনাম

South east bank ad

রাজশাহীতে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নেক্কারজনক এই ঘটনায় বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) জেলার গোদাগাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

ভুক্তভোগী বৃদ্ধার স্বজনদের থানায় লিখিত অভিযোগের বরাত দিয়ে ওসি বলেন, ‘বাড়িতে বাইরে দিকের একটি ঘরে থাকতেন থাকতেন ওই বৃদ্ধা। তিনি সকাল থেকেই কান্নাকাটি করছিলেন। প্রতিবেশী সুনীল হেমব্রত (৫০) তাকে ধর্ষণ করেছে বলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী বৃদ্ধার স্বজনেরা থানায় এসে তার মেয়ে লিখিত অভিযোগ করেছেন। আমরা অভিযোগ নিয়েছি। ভুক্তভোগীর রক্তপাত হচ্ছিল। এজন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘অভিযুক্ত সুনীল আমাদের পর্যবেক্ষণে আছে। আমরা অভিযোগটি খতিয়ে দেখছি। নির্যাতনের ডাক্তারি রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ’

রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ইনচার্জ ডা. মনিরা জানান, ভুক্তভোগী বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়েছে। মেডিক্যাল চেকআপের জন্য তাকে আউটডোরে পাঠানো হয়েছে। ওই বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষা শেষে এ ব্যাপারে শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: