শিরোনাম

South east bank ad

রাজশাহী জেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহী জেলা পরিষদের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি থেকে নগরীর কোর্ট চত্ত্বরে নির্মিত এ দৃষ্টিনন্দন বহুতল ভবনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদ সচল ও আরো শক্তিশালী করেছেন। এ ভবন নির্মাণে জেলা পরিষদ চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।’ এ সময় তিনি নিজে উপস্থিত থেকে উদ্বোধন না করতে পারায় দুঃখ প্রকাশ করে নবনির্মিত ভবনের উদ্বোধন ঘোষণা করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘দেশের উন্নয়নে জেলা পরিষদের ভূমিকা অপরিসীম। জেলা পরিষদ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে বাংলাদেশের উন্নয়ন আরো অনেক সমৃদ্ধ হবে।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: