রাজশাহী জেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী জেলা পরিষদের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি থেকে নগরীর কোর্ট চত্ত্বরে নির্মিত এ দৃষ্টিনন্দন বহুতল ভবনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদ সচল ও আরো শক্তিশালী করেছেন। এ ভবন নির্মাণে জেলা পরিষদ চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।’ এ সময় তিনি নিজে উপস্থিত থেকে উদ্বোধন না করতে পারায় দুঃখ প্রকাশ করে নবনির্মিত ভবনের উদ্বোধন ঘোষণা করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘দেশের উন্নয়নে জেলা পরিষদের ভূমিকা অপরিসীম। জেলা পরিষদ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে বাংলাদেশের উন্নয়ন আরো অনেক সমৃদ্ধ হবে।’