বিয়ের খবর শুনে প্রেমিকের বাড়িতে এসে অনশনে প্রেমিকা !
শামসুল আলম স্বপন, (কুষ্টিয়া) :
দেড় বছর ধরে প্রেম করে অন্য মেয়ের সাথে বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছে প্রেমিকা। সকালে টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামেএমন ঘটনা ঘটেছে।
প্রেমিক আলেক ওই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানা গেছে আর প্রেমিকা (১৬) উপজেলার নন্দনালপুর ইউনিয়নের নন্দনালপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
দুপুরে প্রেমিক আলেকের বাড়িতে গিয়ে বারান্দার সিড়িতে বসে আছে স্কুল ছাত্রী প্রেমিকা। বাড়ির প্রতিটি কক্ষে তালা ঝুলানো। প্রেমিকসহ বাড়ির লোকজন পলাতক। এবিষয়ে অনশনরত প্রেমিকা বলেন, আমি নানীদের বাড়িতে থাকি।
নানী বাড়ির পাশে আলেকের চাচা বাড়ি। চাচা বাড়িতে নিয়মিত যাওয়া আসা করত আলেক। এক পর্যায়ের তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম চলছে প্রায় দেড় বছর ধরে।
তিনি আরো বলেন, আলেক বিয়ের আশ্বাস দিয়েছে আমাকে কিন্তু হঠাৎ লোকমুখে আমি শুনতে পাই শুক্রবার ওর বিয়ে। তাই সকাল থেকে বিয়ের দাবিতে অনশন করছি। বিয়ে না দিলে আত্মহত্যা করব আমি।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিয়ের দাবিতে এক স্কুল ছাত্রীর অনুশনের খবর পেয়েছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি।