শিরোনাম

South east bank ad

নাটোরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫)। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রাতে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে তল্লাসী করে সিটের নিচে এবং ফুয়েল ট্যাংকের নিচে বিশেষ কায়দায় রাখা ৮৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আটককৃত মামুনুর সরকার (২৯) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বড় মাগুড়া পাকপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে ও মঞ্জুরুল হোসেন (৪৮) একই উপজেলার মন্ডলপাড়া গ্রামের মৃত নসির উদ্দিন এর ছেলে ।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল গতকাল (১ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিশেষ কায়দায় মোটর সাইকেলের সীটের নিচে এবং তেলের ট্যাংকির ভিতরে রক্ষিত ৮৫ বোতল ফেন্সিডিল (যার আনুমানিক মূল্য ১ লক্ষ্য ২৭ হাজার ৫শ টাকা) এবং মাদক বিক্রির নগদ ১৩৭০ টাকা ও মাদক বহনকৃত মোটরসাইকেল সহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: