মানিকগঞ্জে তিন কেজি গাঁজাসহ আটক-১
সাব্বির হোসাইন সাইফুল, (মানিকগঞ্জ) :
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের হাতে তিন কেজি গাঁজাসহ আটক হয়েছেন একজন শিবালয় থানাধীন উথুলী বাসষ্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক(নি:) মো: নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই, সৈয়দ আজহারুল ইসলাম, এ এসআই, ফারুক মিয়া, কং/ সোহেল রানা, সর্ব জেলা গোয়েন্দা শাখা মানিকগঞ্জ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন সময় চেকপোষ্টে তল্লাশি করিয়া সেলফি পরিবহন এর যাত্রী আসামি মোঃ ছোটন শেখ ২৬, পিতা- নুর ইসলাম, সাং- তারাগুনিয়া, থানা - দৌলতপুর, জেলা- কুষ্টিয়া, এর সাথে থাকা স্কুল ব্যাগের ভেতরে সাদা পলিথিনে রক্ষিত তিন,কেজি গাঁজা, সহ আটক করা হয়, যাহার মূল্য অনুমান ৯০, হাজার টাকা।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোঃ হানিফ সরকার জানান, উদ্ধার পূর্বক শিবালয় থানায় এজাহার দায়ের করা হয়েছে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ অভিযান চলছে এবং চলবে।