ইসলামপুরে স্বপ্ন প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরে উৎপাদনশীল সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ উন্নয়ন (স্বপ্ন) প্রকল্পের ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জেন্ডার সংবেদনশীল দূর্যোগ ঝুঁকি-হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন পরিষদের হল রুমে ইকো সোশ্যাল ডেভলোপমেন্ট (ইএসডিও) কতৃক বাস্তবায়িত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ মাষ্টার,ইউএনডিপির জেলা ব্যবস্থাপক মাহমুদ হোসাইন,জেলা প্রতিনিধি আমির আলী,মেলান্দহ উপজেলার স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার শহিদুল্লাহ,ইসলামপুর উপজেলার স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার মইন উদ্দীন,স্বপ্ন প্রকল্পের ইউনিয়ন কর্মী ইয়াকুমুল ইসলাম প্রমূখ।