মোটর সাইকেল কেনার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে পরিবারের সাথে অভিমান করে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের শংকর ঘোষ গ্রামে।
বুধবার সকালে শ্রীবরদী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত রেদোয়ান আহমেদ (১৯) শংকরঘোষ গ্রামের আব্দুল আজিজ এর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত রেদোয়ান তার মা রেখা বেগমের কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে আসছিল। কিন্তু রেদোয়ানের পরিবার তাকে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে মঙ্গলবার রাতে বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালের সাথে রশি বেঁধে ঝুলে আত্মহত্যা করে। বুধবার সকালে স্থানীয়রা কাঠাল গাছে রেদোয়ানের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
শ্রীবরদী থানার ওসি তদন্ত আবুল হাশিম লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন এব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।