মাধবপুরে নকল প্রসাধনীতে বাজার সয়লাব
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন কসমেটিকস এর দোকানে নামি-দামি বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। মোড়ক দেখে কারও বোঝার সাধ্য নেই কোনটি আসল আর কোনটি নকল। এসব নকল পণ্য ব্যবহারের কারণে অনেকেই বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি এসব প্রসাধনী ব্যবহারে অনেকেই নানান ধরনের চর্মরোগ এবং ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।
এছাড়া শিশুদের কোমল শরীরে এসব নকল প্রসাধনী ব্যবহারের ফলে অনেক শিশুর অঙ্গহানির মতো ঘটনাও ঘটছে। একই সঙ্গে বেশি দামে পণ্য কিনে প্রতারিত হচ্ছেন ব্যবহারকারীরা। সরজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার মাধবপুর সদর , নোয়াপাড়া,মনতলা,সহ বিভিন্ন বাজারে বেশ চড়া দামে নামি-দামি ব্র্যান্ডের প্রসাধনী বিক্রির চিত্র দেখা যায়।
উল্লেখযোগ্য নকল প্রসাধনীর মাঝে রয়েছে পেনটেইন, হেড অ্যান্ড শোল্ডার, সানসিল্ক, গার্নিয়ার শ্যাম্পু,জনসনের বিভিন্ন পন্য, ফেয়ার অ্যান্ড লাভলী, বিভিন্ন ব্যান্ডের স্কিন ক্রিম, বিট ক্রিম,হ্যাভক, ফগ, এক্স, পন্ডস সহ বিভিন্ন প্রসাধনী। নকল প্রসাধনী কিনে প্রতারিত হওয়া জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহিণী অভিযোগ করে বলেন আমি মাধবপুরের নোয়াপাড়া বাজারের বিভিন্ন দোকান থেকে জনসন এর বেবি লোশন,সহ নানান ধরনের প্রসাধনী কিনে প্রতারিত হয়েছি।অসাধু ব্যবসায়ীরা বেশি দামে নকল প্রসাধনী বিক্রয় করে।
মাধবপুরে নকল প্রসাধনী বিক্রয় এর বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, নকল প্রসাধনী বিক্রয় এর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে,যখনই এরকম কোন অভিযোগ পাই আমরা সাথে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি।