শিরোনাম

South east bank ad

যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় ব‍ন‍্যা পরিস্থিতি অবনতি

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হাজার হাজার বিঘা আমন ধান বন‍্যায় তলিয়ে গেছে। প্রায় ৫০ হাজার লোক পানি বন্দী রয়েছে।

জামালপুরের বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি,বকশিগঞ্জ চারটি উপজেলার উপজেলার ১২ টি ইউনয়নের ৬০ টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।

গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে।সেই সাথে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র,ঝিনাই নদীর পানি। বন্যায় তলিয়ে গেছে ফসলি জমি,মাঠ-ঘাট সহ বিস্তির্ণ এলাকা।ঘর বাড়িতে বন্যার পানি প্রবেশ করায় বন্যা দুর্গত মানুষ আশ্র‍য় নিয়েছে রাস্তা-ঘাট,বাধ সহ উচু জায়গায়।সেই সাথে সরিষাবাড়ি, দেওয়ানগঞ্জের কিছু এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন।

বন্যাদুর্গতদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৭০ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি দাস।
জামালপুর জেলা প্রশাসন এ পর্যন্ত বন্যার্তদের জন্য ৩৫ মেট্রিক টন চাউল ও ২৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: