গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই বাইসাইকেল বিতরণ কর্মসূচীর আয়োজন করে জামালপুর সদর উপজেলা প্রশাসন।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, ইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান স্বপন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গতি আনতে ও নাগরিকদের সেবা প্রদান সহজ করতে এই বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। জেলার সকল উপজেলার সব ইউনিয়নেই গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল প্রদান করা হবে।
পরে অতিথিরা সদর উপজেলার ১৪০ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন, যার মধ্যে ৮ জন নারী সদস্যও রয়েছে।