শিরোনাম

South east bank ad

সালথায় বাগান থেকে অজ্ঞাত যুব‌কের লাশ উদ্ধার

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফ‌রিদপুর):

ফ‌রিদপু‌রের সালথায় বাগান থেকে অজ্ঞাত যুব‌কের রক্তাক্ত লাশ উদ্ধার ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। বুধবার (১ সে‌প্টেম্বর) সকাল ৮ টার দিকে উপ‌জেলার মাঝার‌দিয়া ইউ‌নিয়‌নের কাগ‌দি গোলপাড়া এলাকার মিত্রির বাগান নামক জায়গা থে‌কে এই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় নিখীল চন্দ্র শীল প্রায়ই সুশান্ত মি‌ত্রের বাগান থে‌কে সুপারী সংগ্রহ ক‌রেন, অন‌্যদি‌নের মতই বুধবার সকা‌লে সুপারী সংগ্রহের জন‌্য সুশা‌ন্ত মি‌ত্রের বাগা‌নের উত্তর পাশ দি‌য়ে প্রবেশ করার সময় রক্তাক্ত লাশ থে‌কে চিৎকার দেন।
প‌রে স্থানীয়রা এ‌গি‌য়ে এসে পু‌লিশ‌কে খবর দিলে পু‌লিশ এ‌সে লাশ উদ্ধার ক‌রে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা কেউ যুব‌কের প‌রিচয় নি‌শ্চিত কর‌তে পা‌রে নাই।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ফ‌রিদপু‌রের সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার ( নগরকান্দা সার্কেল) মোঃ সু‌মিনুর রহমান ব‌লেন, আনুমা‌নিক ৩০/৩৫ বছর বয়‌সের এক যুব‌কের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে, বাই‌রে থে‌কে মে‌রে হয়‌তো এখা‌নে লাশ ফে‌লে রে‌খে গে‌ছে খু‌নিরা। কেউ লাশ সনাক্ত কর‌তে পার‌লে সালথা থানায় যোগা‌যোগ কর‌বেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: