‘বগুড়া লেখক চক্র পুরস্কার‘ দেওয়া হবে
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
আগামী নভেম্বর মাসের শেষের দিকে বগুড়ায় কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। এই কবি সম্মেলনে দেশ-বিদেশের প্রায় তিনশ কবি উপস্থিত থাকবেন। কবি সম্মেলনে কবিতা, কথাসাহিত্য, লিটল ম্যাগাজিন সম্পাদনা এবং সাংবাদিকতা এই ৪টি বিষয়ে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার‘ ২০২১ প্রদান করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের সাতমাথায় সংগঠনের কার্যালয়ে বগুড়া লেখক চক্রের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী, গণ-সংযোগ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু, নির্বাহী সদস্য আমির খসরু সেলিম, ফরহাদ শাহী এবং আবু রায়হান উপস্থিত ছিলেন।
সভায় কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হয়। কবি সম্মেলন উপলক্ষে ইসলাম রফিক এর সম্পাদনায় সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।