গৌরীপুরে ৫ মাদকসেবীকে জেল-জরিমানা
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় ৫ মাদকসেবীকে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হাসান মারুফ সোমবার অভিযান চালিয়ে মাদকসেবীদের এ দন্ড দেন।
দন্ডপ্রাপ্তরা হল- এ উপজেলার শালিহর পূর্বপাড়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া (৪৫), মামুদনগরের মৃত নমোজ খাঁর ছেলে মোঃ ইনতাজ খাঁ, (৪৮), পূর্ব দাপুনিয়ার মৃত রোজ আলীর ছেলে মোঃ শাহজাহান (৪২), মৃত আব্দুল গফূরের ছেলে মোঃ লাল মিয়া, মৃত আতাউর রহমানের ছেলে মোঃ টিটু (৪০)।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও’র অফিস সহকারী মোঃ রইছ উদ্দিন জানান, উল্লেখিত মাদকসেবীদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা ও হেরোইন বিনষ্ট করা হয়েছে।