জয়পুরহাটে ডাকাত দলের সর্দার গ্রেফতার
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
জয়পুরহাট জেলা সদরের ভাদশা ইউনিয় বড় মাঝিপাড়া গ্রামের শ্রী নৃপেন্দ্রনাথ মাস্টার এর বসতবাড়িতে ডাকাতি হওয়ার চার মাস পর ডাকত দলের সর্দার গ্রেফতার।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে নওগাঁর ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকা থেকে শীর্ষ ডাকাত সানোয়ার হোসেনকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার কৃত ব্যক্তি নঁওগা জেলা, ধামুইরহাট উপজেলার দিলালপুর গ্রামের ওসমান আলীর ছেলে সানোয়ার (৪৫)।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, গ্রেফতারকৃত সানোয়ার এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, মাদকসহ ১৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে একজন আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং মূল হোতা। গত ৫ মে গভীর রাতে নয় থেকে দশ জন মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বসতবাড়ীর দরজা ভেঙ্গে বাড়িতে থাকা নিপেন মাষ্টারের স্ত্রী সন্তানসহ সকলের হাত পা বেঁধে এক ঘরে বন্দি করে রেখে ২৩ টি কাঁসার প্লেট, স্বর্ণের তিনটি নাকফুল, এমিটেশনের তৈরি চারটি বালা ও বাটন মোবাইল ফোন নিয়ে লুট করে নিয়ে যায়। নিপেন মাষ্টারের দায়ের করা মামলার ভিত্তিতে তল্লাশি চালিয়ে ডাকাত দলের সদস্যদের নিকট হতে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে গ্রেফতার করা হয়।