গাজাঁ পাচারকালে পুলিশ সদস্যসহ গ্রেফতার-২
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে গাঁজা পাচারকালে পুলিশ সদস্য মনির হোসেনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার মনতলা এলাকা থেকে মোটরসাইকেল যোগে গাঁজা পাচারকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হল মাধবপুর থানার পুলিশ কনস্টবল মনির হোসেন ও উপজেলার উত্তর বেজুড়া গ্রামের রঙ্গু মিয়ার ছেলে শাকিল মিয়া (২৮)।
মাধবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সীমান্তবর্তী এলাকা থেকে একটি মোটরসাইকেল যোগে মনির হোসেন ও তার বন্ধু শাকিল নিয়ে মাধবপুর দিকে আসছিল। তাদেরকে তল্লাশী চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় এস আই রতন লাল দেব বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ কনস্টবলসহ শাকিলের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।