বগুড়ার শেরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শেরপুরে সুমাইয়া খাতুন (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামস্থ বসতবাড়ির শয়নকক্ষ লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বিগত পাঁচ বছর আগে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের শাহাদত হোসেনের সঙ্গে একই গ্রামের মনছের আলী ফকিরের মেয়ে সুমাইয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর শাহাদত হোসেনকে শ^শুরবাড়িতে ঘর জামাই রাখা হয়।
তবে তিনি ঢাকায় থেকে রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন। সে কারণে সুমাইয়া খাতুন তার বাবার বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে নিহতের মা-বাবা বাড়ির বাইরে সাংসারিক কাজ করছিলেন। একপর্যায়ে বাড়ির মধ্যে গিয়ে মেয়ে সুমাইয়ার ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান।
পরে একাধিকাবার ডাকাডাকি করা হয় তাকে। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, গৃহবধূ সুমাইয়া খাতুন শয়নকক্ষের তীরের সঙ্গে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও মৃত্যুর সঠিক কারণ জানতে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর সঠিক কারণ জানা ও বলা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।