বগুড়া-জামালপুর নৌপথে ফের ফেরি চলাচল শুরু
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
অবশেষে আট দিন পর বগুড়া-জামালপুর নৌপথে ফেরি (সি-ট্রাক) চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে জামালপুরের মাদারগঞ্জ সংলগ্ন বগুড়ার সারিয়াকান্দির জামথল ফেরিঘাট থেকে ৭১ জন যাত্রী নিয়ে সারিয়াকান্দি সদরের কালীতলা ঘাটের উদ্দেশে যাত্রা করে সি-ট্রাকটি। গত ২৩ আগস্ট ইঞ্জিন বিকল হওয়ায় বগুড়া-জামালপুর নৌপথে সি-ট্রাকের চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ।
শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত নামের সি-ট্রাকটি পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসির চার্টার্ড ফেরি সেবার ইজারাদার জাহিদুর রহমান বলেন, পুরোনো এই সি-ট্রাকের ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রী পারাপার বন্ধ ছিল। পরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে কারিগরি দল ও বিআইডব্লিউটিসির প্রকৌশলীরা এসে বিকল ইঞ্জিন মেরামত করেন। আট দিন পর আজ চলাচল শুরু হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর ১২ আগস্ট বগুড়া-জামালপুর নৌপথে সি-ট্রাক চালু হয়। উদ্বোধনের ১১ দিনের মাথায় ২৩ আগস্ট ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রীসেবা বন্ধ হয়ে যায়।