অবহেলিত ঝিনাইগাতীর বালিয়াগাঁও-জড়াকুড়া সড়ক
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
অবহেলিত জনপথের আরেক নাম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বালিয়াগাঁও-জড়াকুড়া সড়ক। সরেজমিনে পরিদশর্নে ও এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবতীর অবহেলিত এলাকা হিসেবে খ্যাত বালিয়াচন্ডি তথা বালিয়াগাঁও ও জড়াকুড়া গ্রাম।
যেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি এবতেদায়ী মাদ্রাসা ও একটি ভোট কেন্দ্র আছে ২ হাজারের উপরে ভোটার।কিন্তু স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পযর্ন্ত এই এলাকায় উন্নয়নের তেমন কোন ছোঁয়া লাগেনি। বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে বিশ্বে উন্নয়নে রোল মডেল, সেখানে এই এলাকার মানুষগুলো উন্নয়ন থেকে পুরোপুরি বঞ্চিত। সামান্য বৃষ্টিপাতের ফলে গ্রামের এই কাচা রাস্তাটি পুরোপুরি কদর্মাক্ত হয়ে পড়ায় ওই রাস্তা দিয়ে সকল প্রকার যান চলাচল অযোগ্য হয়ে পড়ে।
ফলে সেখানকার কৃষকরা তাদের উৎপাদিত ধান, মাছ সহ অন্যান্য ফসলাদি সরাসরি বাজারে এনে বিক্রি করতে অনেক কষ্ট করতে হয়। অপরদিকে ব্যয় খরচও বেড়ে যায় অনেক বেশি।
ওই গ্রামের ভুক্তভোগী শফিকুল ইসলাম মেম্বার, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান এরশাদ সহ আরো অনেকে জানান, নেতারা ভোটের সময় এলাকার উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে নিবার্চিত হওয়ার পর ওই নেতারা আর আমাদের এলাকায় আসেন না। আমরা অবহেলিত এলাকার জনগণ অবহেলিতই রয়ে গেলাম। মাঝ থেকে জনপ্রতিনিধি ও নেতাদের পকেট ভারী। তারা আরো জানান, স্থানীয় পাইকুড়া বাজার সহ অন্যান্য শহরে যাতায়তের একমাত্র রাস্তা এটি। তাই তারা এ রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবী জানান।
উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক জানান, রাস্তাটি পাকাকরণ করতে হলে স্থানীয় সাংসদের সুপারিশ লাগবে। তাঁহার সুপারিশ পেলে রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন পাঠিয়ে অনুমোদনের পর রাস্তাটি পাকাকরণ সম্ভব।