আফ্রিকার মরুতে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা : নজির স্থাপন বাংলাদেশ পুলিশ শান্তিরক্ষীদের
আফ্রিকায় মালির উত্তর সাহারা মরুভূমির বুকে মানবতার ঝান্ডা উড়িয়ে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা।
মালির উত্তর সাহারা মরুভূমির CSCOM স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে মানবিকতার এক উজ্জ্বল নজির স্থাপন করেছে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানএফপিইউ-২ (রোটেশন-৩) মিনুসমা (MINUSMA), গুন্দাম, মালির উদ্যোগে গত ১৭ আগস্ট ২০২১ইং তারিখ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কন্টিনজেন্টের দায়িত্বাধীন এলাকার CSCOM স্বাস্থ্য কেন্দ্রর Dire City, Mali -তে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
মিশন কমান্ডারের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসারসহ বিভিন্ন পদবির ৩০ সদস্য এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। ব্যানএফপিইউ-২ কর্তৃক Dire City এর CSCOM স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সমন্বয় সাধন করে ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে Dire City এলাকার মরুভূমিতে অবস্থানকারী স্থানীয় দরিদ্র, বাস্তুচ্যুত মানুষ এবং স্থানীয় সাধারণ জনগণের মধ্যে ২২৬ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং ওষুধ বিতরণ করা হয়। রোগীদের মধ্যে ১৪৩ জন মহিলা, ৮০ জন পুরুষ এবং ৩ জন শিশুকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীদের এ ধরণের মানবিক সেবা পেয়ে মালির স্থানীয় জনগণ অত্যন্ত উৎফুল্ল ও আনন্দিত। তারা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ শান্তিরক্ষীদের এ ধরণের সেবামূলক কাজ অব্যহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।